etcnews
ঢাকাTuesday , 9 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে বাস চাপায় নারীর মৃত্যু

etcnews
January 9, 2024 12:13 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোত্তাকিম পরিবহণ নামে দুটি যাত্রীবাহী মিনি বাসের রেষারেষিতে রোকসানা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯জানুয়ারি) দুপুর ১ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার হিজলতলী বংশাই ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত রোকসানা আক্তার গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলাধীন ছোটছাত্রাগাছা গ্রামের ওসমান শেখের মেয়ে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, মঙ্গলবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলা সদরের বংশাই সেতু পার হচ্ছিলেন রোকসানা আক্তার। এসময় টাঙ্গাইলগামী মোত্তাসিম পরিবহন নামে দুটি যাত্রীবাহী মিনিবাস সড়কে রেষারেষি করে একটি বাস ওই নারীকে চাপা দেয়। ঘটনাটি দেখে আশপাশে থাকা লোকজন চিৎকার করে ছুটে আসলে বাসটি কিছুদূর গিয়ে থেমে চালক ও হেলপার পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ওই নারীকে হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন। নিহত নারীর পরিচয় পাওয়া গেছে। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।