মাগুরা প্রতিনিধি।। মাগুরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে মাগুরা-১আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান-
১লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে-৫,৯৭৩ ভোট।জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক মোঃ সিরাজুস সায়েফিন সাঈফ-২,৩৪৩ ভোট, সোনালী আশঁ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী সঞ্জয় কুমার রায় রনি পেয়েন-৮৬৮ ভোট, টেলিভিশন প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)কে,এম মোতাসিম বিল্লা পেয়েছেন-৬৫৪ ভোট। মাগুরা-২আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বেসরকারি ফলাফলে পঞ্চম বার ড,শ্রী বীরেন শিকদার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে-১লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আলী-১৩ হাজার-২শ৬২ ভোট পেয়েছেন।এছাড়া স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মোঃ মশিয়ার রহমান ৬,০৪৪ভোট, বাংলাদেশ কংগ্রেসে থেকে ডাব প্রতীক নিয়ে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন-১,১২৮ ভোট,তৃণমূল বিএনপি’র প্রার্থী সোনালী আশঁ প্রতীক নিয়ে মোঃ আখিদুল ইসলাম পেয়েছেন-৬৩৪ ভোট,বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীক নিয়ে মোঃ আসাদুজ্জামান পেয়েছেন-৪১৪ ভোট পেয়েছেন।
গত রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত
ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।৭জানুয়ারি রাতে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ,রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন,সংসদীয় আসন মাগুরা-৯১ ও ৯২ এর বেসরকারী ফলাফল কার্যালয়ে ঘোষণা করেন।