etcnews
ঢাকাFriday , 5 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

পটুয়াখালী-৪ আসনে নৈৗকার দূর্গে হানা দিতে পারে ঈগল, হার্ড লাইনে ট্রাক

etcnews
January 5, 2024 12:05 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা এবং মহিপুর থানা নিয়ে ১১৪ পটুয়াখালী-৪ আসনটি গঠিত। স্বাধীনতার পর থেকে মাত্র তিনটি সংসদ নির্বাচন ছাড়া বাকী নির্বাচনগুলোতে আওয়ামীলীগ দলের প্রার্থী এখানে বিপুল ভোটে বিজয়ী হয়ে আসছে। তবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার দূর্গ হিসেবে পরিচিত এ আসনটিতে ঈগলে হানা দিতে পারে বলে ধারনা করছেন অনেকেই। এবারের নির্বাচনে আওয়ামীলীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য দলের মোট ৬ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্ধিতা করছেন। এদের মধ্যে আওয়ামীলীগের নৌকা ও ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থীর মধ্যে হাড্ডা-হাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ট্রাক মার্কার অপর স্বতন্ত্র প্রার্থীও শক্ত একটি অবস্থানে রয়েছে বলে মনে করছেন সাধারন ভোটাররা। অন্যান্যদের মধ্যে রয়েছে জাতীয় পার্টি’র লাঙ্গল, জাসদ’র মশাল ও কংগ্রেস এর ডাব মার্কার প্রার্থীরা।
এদিকে, টানা ১৮ দিন উৎসবমূখর পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে শুক্রবার সকাল ৮ টা থেকে সকল ধরনের প্রচারণা বন্ধ রয়েছে। ভোটারদের মধ্যে চলছে এখন যোগ্য প্রার্থী বাঁছাইয়ের চুল ছেড়া বিশ্লেষণ। আগামী ৫ বছরের জন্য কে হবে এই জনপদের কান্ডারী সেই অপেক্ষায় রয়েছে সকলে। নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। বাতিল ঘোষণা করা হয়েছে সরকারী-রেসরকারী সকল দপ্তরের ছুটি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭১৫ জন। এর মধ্যে কলাপাড়ায় ২ লাখ ২ হাজার ৩৮৩ জন। আর রাঙ্গাবালী উপজেলায় ৮৯ হাজার ৩৩২ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭৪১ জন এবং মহিলা ১ লাখ ৪৩ হাজার ৯৭১ জন। এছাড়া তৃতীয় লীঙ্গের ৩ জন ভোটার রয়েছে।
জানা যায়, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ৯০ হাজার ৭৭৫ ভোট পেয়ে বিজয়ী হন এ আসনে। তার বিপরীতে চারদলীয় জোটের বিএনপি প্রার্থী পেয়েছিলেন ৬০ হাজার ১২ ভোট। এরপর ২০১৪ সালের নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী অধ্যক্ষ মো: মহিব্বুর রহমান রেকর্ড সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত হন। এবারও তিনি নৌকা মার্কার প্রতীক নিয়ে ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। জয়ের বিষয়ে তিনি শতভাগ আশাবাদী বলে জানান।
এদিকে, মাঠে শক্ত একটি অবস্থানে রয়েছে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী কলাপাড়া উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রি মো: মাহবুবুর রহমান তালুকদার। টানা তিনবার সংসদ সদস্য ও একবার প্রতিমন্ত্রি থাকায় এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন বলে তার কর্মী ও সমর্থকদের দাবী। তাই, এলাকার উন্নয়নের স্বার্থে সাধারন ভোটাররা আবারও তাকে বিজয়ী করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া গ্রামের নতুন ভোটার শাহজালাল বলেন, এবারই প্রথম ভোট দিবো। এলাকার উন্নয়নে যিনি অবদান রাখতে পারবে তাকেই ভোট দিবে বলে তিনি জানান। ওই ইউনিয়নের আরো কয়েকজন ভোটার বলেন, তারা এবার যোগ্য প্রার্থীকে বাছাই করবেন। যে প্রার্থী তাদের সুখ-দু:খের সমান ভাগ নিতে পারবে এমন ব্যাক্তিকেই তারা ভোট দিবেন বলে জানান।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. জাহাঙ্গির হোসেন বলেন, সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ভোট পরিচালনার জন্য সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যে কোন ধরনের অপ্রিতীকর পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।