etcnews
ঢাকাThursday , 4 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

নির্বাচনী আচরন বিধি লঙ্গনের দায়ে তৌহিদুর রহমানকে জড়িমানা

etcnews
January 4, 2024 3:56 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। নির্বাচনী আচরন বিধি লঙ্গনের দায়ে পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার প্রার্থী’র বড় ভাই ইঞ্জি: মো. তৌহিদুর রহমান সিআইপি’কে ৫০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেল ৪ টা ১৫ মিনিটের সময় রাঙ্গাবালী উপজেলা পরিষদের সামনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ এ জড়িমানা করেন। হেলিকপ্টার যোগে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নেয়ায় তার বিরুদ্ধে এ জড়িমানা ধার্য করা হয়। এরআগে গত মঙ্গলবার আনুমানিক দুপুর ১ টার সময় তিনি হেলিকপ্টার যোগে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন হেলিপ্যাড মাঠে অবতরণ করে। পরে তিনি নৌকা মার্কার সংসদ সদস্য পদপ্রার্থীর পক্ষে জনসভায় বক্তব্য প্রদানসহ নির্বাচনি প্রচারনায় অংশ গ্রহন করেন। এসময় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৮(গ) ধারার বিধান লঙ্গনের দায়ে তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জিয়াউল হাসান সৌরভ সত্যতা স্বীকার করে বলেন, তিনি হেলিকপ্টার যোগে নৌকা মার্কার প্রচার প্রচারণায় অংশগ্রহন করায় নির্বাচনী আচরন বিধি লঙ্গনের দায়ে এ জড়িমানা করা হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।