কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ শান্তিতে আছে। তাই শান্তিতে থাকতে চাইলে আবারও নৌকায় ভোট দিতে হবে। প্রধানমন্ত্রী কাউকে উচ্ছেদ করে না, পূর্ণবাসন করে দেন।স্বতন্ত্র প্রার্থীকে ইঙ্গিত করে মন্ত্রী আরো বলেন, কাউকে ধোকা দিয়ে বোকা বানানোর কোন সুযোগ নেই। মানুষ এখন বুঝে গেছে কোথায় ভোট প্রয়োগ করতে হবে।
বুধবার সন্ধায় কালিয়াকৈর পৌর টার্মিনাল প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তবে মন্ত্রী এসব কথা বলেন।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: কামাল উদ্দিন শিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুরাদ কবির,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীযুবলীগের যুগ্ন আহবায়ক মো: সেলিম আজাদ প্রমূখ।