মাগুরা প্রতিনিধি।। মাগুরায় বই বিতরণ উৎসব এর শুভ উদ্বোধন করা হয়েছে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই উৎসব এর শুভ উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। ১লা জানুয়ারি বছরের প্রথম দিনে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বই উৎসব করা হয়েছে।
এ উপলক্ষে মাগুরা সদর উপজেলার বেলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত বই উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
বাংলাদেশ সরকার বছরের প্রথম দিনে সারাদেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করে থাকে। জানাগেছে, মাগুরা জেলায় এ বছর প্রাথমিক পর্যায়ে ৪,৯০,১৩৬টি এবং মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা পর্যায়ে ১১,৪০,০০০টি বই বিতরণ করা হয়েছে।
নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয়েছে। শিক্ষার্থীদের সাথে সাথে তাদের অভিভাবকদের মাঝেও আনন্দের সঞ্চার ঘটেছে।
এ সময় জেলা শিক্ষা অফিসার ও প্রাথমিক জেলা শিক্ষা অফিসার সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। ওই দিন মাগুরার চার উপজেলা মাগুরা সদর, শ্রীপুর,শালিখা ও মহম্মদপুর বই উৎসব সম্পন্ন হয়েছে।