etcnews
ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

গাজীপুর ১ আসন স্বতন্ত্র প্রার্থীকে সতর্ক করে নির্বাচন কমিশনের কঠোর বার্তা

etcnews
January 1, 2024 3:55 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ১ আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলকে আচরণবিধি রক্ষার ব্যাপারে সতর্ক করে কঠোর বার্তা দিয়েছেন নির্বাচন কমিশন।

রোববার (৩১ ডিসেম্বর) গাজীপুর ১ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান বুলবুল আহমেদের স্বাক্ষরিত একটি নোটিশে এ বার্তা পাঠানো হয়।

নোটিশে বলা হয়, গাজীপুর ১ আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল গত ৩০ ডিসেম্বর নির্বাচনী প্রচারণায় ট্রাক, মাইক্রোবাস, পিকাপ ভ্যান, মোটরসাইকেলসহ ৫০ থেকে ৬০ টি গাড়ি নিয়ে গণসংযোগ করেন। এতে সড়কে যানবাহন চলাচল ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে। এছাড়াও গাজীপুর ১ আসনের দলীয় প্রতীক নৌকার মনোনয়ন প্রার্থী সিনিয়র নেতা আলহাজ্ব এডভোকেট আকম মোজাম্মেল হক এমপিকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা ও জনসম্মুখে প্রচার করেন। যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ মোতাবেক অনিয়ম। তাই ভবিষ্যতে এহেন কর্মকান্ড থেকে বিরত থেকে নির্বাচনী আচরণবিধি মেনে থাকতে বলা হলো।

উল্লেখ্য গত শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর ১ আসনের ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল একাধিক আচরণবিধি লঙ্ঘন করে গণসংযোগ ও প্রচারণা চালানোর অভিযোগে তার সমর্থক শাকিল আহম্মেদকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।