কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের -১ আসনের নৌকা প্রতীকের কর্মীকে আচরন বিধি লঙ্গের কারণে ভ্রাম্যমান আদালত ২০ টাকা জরিমানা করেছে।
রবিবার রাতে আচরন বিধি লঙ্গের কারণে ভ্রাম্যমান আদালত কালিয়াকৈর পৌরসভার ৫ নং ওয়ার্ডের ডাইনকিনি এলাকায় রিক্সায় ছবি ও নাম পদবী সহ ব্যানার এবং মাইকের মধ্যে পোস্টার লাগানোর কারণে ভ্রাম্যমান আদালত আলহাজ আহমেদ নামের এক নৌকার কর্মীকে ২০ টাকা জরিমানা করেছে।
এলাকাবাসী সূত্রে জানাযায় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড ডাইনকিনি মহল্লা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ আহমেদ কে আচরন বিধিলঙ্ঘনের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গাজীপুর জেলার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।