মোঃ নাসিম: সারা দেশের মত চাঁপাইনবাবগঞ্জের নাচোলের মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ে ও বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন উপজেলা সহাকারি কমিশনার(ভূমি) সবুজ হাসান।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুঠইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলেয়ারা খাতুন,সহকারি শিক্ষিকা ফরিদা ইয়াসমিন ,মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল হক,দৈনিক যুগান্তরের নাচোল প্রতিনিধি জোহরুল ইসলাম জোহির সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।পরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয়।এছাড়াও এদিন খুরশেদ মোল্লা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বেগম মহসিন ফাজিল ড্রিগ্রী মাদ্রাসা,নাচোল ১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাইলট উচ্চ বিদ্যালয়,পশ্চিম মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই বিতরণ করা হয়।