কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী-৪ আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মো. মাহবুবুর রহমান তালুকদার বলেন, “আমার বর্তমান বয়স এখন সত্তর বছর। এ বয়সে শুধু এমপি হওয়ার জন্য আমি নির্বাচনে অংশগ্রহন করিনি। কলাপাড়া উপজেলাকে সর্বোচ্চ স্থানে পৌঁছানোর জন্যই নির্বাচনী মাঠে এসেছি।” সোমবার (১ জানুয়ারী) সন্ধ্যায় পৌরসভার নাচনাপাড়ার বাসন্তী মন্ডল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈগল মার্কার সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, “আমি তিনবার এমপি ও একবার প্রতিমন্ত্রি ছিলাম। একটি সুন্দর পরিকল্পনা মাথায় নিয়েই কলাপাড়াকে সাজিয়েছি। পায়রা বন্দর, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও সাবমেরিন কেবলসহ একাধিক উন্নয়ন করেছি। সামনে আরো কিছু করার পরিকল্পনা মাথায় ছিলো। সেসকল পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্যই এবার নির্বাচনে অংশ নিয়েছি। আপনাদের ভোট ও সমর্থনে নির্বাচিত হতে পারলে কলাপাড়াকে জেলায় পরিণত করার চেষ্টা করবো।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি এ কে এম শামসুল আলম জাহাঙ্গীর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এ্যাড. নাসির উদ্দিন সোহাগ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিলন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল-আমিন সরদার, উপজেলা শ্রমিকলীগের যুগ্ন সাধারন সম্পাদক নজরুল ইসলাম আকনসহ আরো অনেকে। এসময় পৌরসভার নাচনাপাড়া ও টিয়াখালী ইউনিয়নের কয়েক হাজার নারী ও পুরুষসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।