etcnews
ঢাকাMonday , 1 January 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহম্মদপুরে আপন দুই ভাইয়ের গলাকাঁটা লাশ উদ্ধার জড়িত সন্দেহ আটক-২

etcnews
January 1, 2024 2:43 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের নিহতের বাড়ির পাশে ইছামতি বিল ঢোক চান নামক বিলের মধ্য থেকে সবুজ মোল্লা( ৩০) ও হৃদয় মোল্লা (১৬) নামের আপন দুই ভাইয়ের গলাকাঁটা লাশ উদ্ধার মহম্মদপুর থানা পুলিশ।
নিহত দুই ভাই উপজেলার পানিঘাটা গ্রামের মুঞ্জুর মোল্লার ছেলে।রোববার সকালে লাশ-২টি উদ্ধার মাগুরা মর্গে প্রেরণ করেছে পুলিশ। এবং ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। জড়িত সন্দেহে পুলিশ মেহেদী হাসান বিপ্লব ও আসিফ শিকদার নামে দু-জনকে আটক করেছে।আটককৃতরা পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।জানাযায়,ঘটনার দিন রোববার সকালে স্থানীয়রা নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের ইছামতি বিলের ঢোক চান মাঠে গলাকাঁটা লাশটি দুটি
পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে।তবে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে প্রতিবেশিদের সাথে জমাজমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে।
নিহত সবুজের স্ত্রী আলেয়া বেগম তার স্বামী ও দেবরকে নৃশংসভাবে হত্যার বিচার দাবী করেন। স্থানীয়রা জানান,দুই ভাইকে গলা কেঁটে হত্যা করা হয়। এবং এটা একটি পরিকল্পিত হত্যাকান্ড। সঠিক তদন্ত করে এ হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের চান প্রশাসনের নিকট তারা।
এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম বলেন, লাশ-২টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে দু-জনকে আটক হয়েছে। এঘটনার তদন্ত চলছে এবং হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সংবাদ জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেন মাগুরা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা (পিপিএম বার).অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) মোঃ তোফাজ্জল হোসেন,সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল মোঃ মোস্তাফিজুর রহমান,মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।