etcnews
ঢাকাSunday , 31 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

উঠান বৈঠকে বিরিয়ানি বিতরণ, ঈগল প্রতীকের সমর্থককে অর্থ দন্ড

etcnews
December 31, 2023 2:34 am
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় আচরনবিধি লঙ্ঘন করায় ঈগল প্রতীকের এক সমর্থককে অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইনিয়নের হাজিপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ।

এসময় ইসমাইল হোসেন (৪৫) নামের ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী সূত্রে জানা যায়, হাজীপুর বাজারের কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের কিছু অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উঠান বৈঠক শেষে বিরিয়ানী বিতরন করছিলেন ইসমাইল। এ অপরাধে তাকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ জানান, আমরা প্রচারনার শুরু থেকে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছি। আচরনবিধি লঙ্ঘন করে বিরিয়ানী বিতরন করায় আজ এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।