কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়ায় ঈগলের উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে। আগামী ৭ জানুয়ারি ২০২৪ জাতীয় সংসদ নির্বাচন। বাকি মাত্র সাত দিন চলছে প্রচার প্রচারনা। শনিবার বিকেলে ১১৪ পটুয়াখালী -৪ আসনের কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে ঈগল মার্কার সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর তালুকদার বলেন, আপনারা আমাকে এমপি বানাইয়েন না খাদেম বানান,খাদেম হিসেবে আমি আপনাদের সেবা করতে চাই। তাই নির্বাচনের এই কটা দিন প্রত্যেকটা মানুষ এক একজন মাহবুব হন। ঈগল মার্কায় ভোট চান এবং সবার ভোট পেয়ে আগামী ৫ বছর আপনাদের খাদেম হিসেবে থাকবো।
তিনি আরও বলেন,এবারে যদি এমপি নির্বাচিত হই তবে লালুয়ার সমস্ত কানেকটিং রাস্তা পাকা সহ কলাপাড়াকে উপজেলা থেকে জেলায় রুপান্তর করবো। এসময় লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাক্ষ শহীদুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম,লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস,লালুয়া ইউনিয়ন সাবেক সভাপতি মিয়া চাঁন খান
প্রমুখ।
এছাড়াও বক্তারা,মাহবুবুর রহমানের বিগত ১৫ বছরের এমপি মন্ত্রী থাকা কালিন নানা উন্নয়নের কথা তুলে ধরে কলাপাড়াকে আবারও উন্নয়নের মহাসড়কে নিয়ে আসতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব মাহবুবুর রহমানকে জয়
যুক্ত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ সদস্য এ্যাড.মোঃ নাসিরুদ্দীন সোহাগ।