কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান আজাদ বলেন, “এক সময়ে কলাপাড়ায় আওয়ামীলীগের অফিস ও আসবাবপত্র কিছুই ছিলো না। আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানের আসবাবপত্র দিয়ে আওয়ামিলীগের অফিস সচল রেখেছি। তখন উপজেলা আওয়ামীলীগের সভাপতি (বর্তমানে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী) মো: মাহবুবুর রহমান তালুকদার আমাদের নেতা কর্মীদের বলেছিলেন দল ক্ষমতায় এলে নেতাকর্মীদের মূল্যায়ন করা হবে। এরপর তিনি তিনবার এমপি ও একবার প্রতিমন্ত্রি হয়েছিলেন। তবে নেতাকর্মীদের মূল্যায়ন তো দূরের কথা উল্টো শহরে আমার ভোগ দখলীয় সম্পত্তি তিনি বাউন্ডারি ওয়াল দিয়ে আমাকে বেদখল করেন।” শনিবার (৩০ ডিসেম্বর) রাত পৌঁনে ৮ টায় কলাপাড়া শহর আওয়ামী লীগ আয়োজিত স্থানীয় মিনি সুপার মার্কেটে নৌকার সমর্থনে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. দিদার উদ্দিন আহম্মেদ মাসুম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, পৌর কাউন্সিলর তারেকুজ্জামান তারেক, সাবেক কৃষি অফিসার মজিবর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য সালমা কবিরসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. মাহবুবুর রহমান আজাদ। এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।