etcnews
ঢাকাSaturday , 30 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

গাজীপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ

etcnews
December 30, 2023 1:16 pm
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১ আসনে ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে।

কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মঈন হোসেন বাদী হয়ে শনিবার বিকালে সহকারী রির্টানিং অফিসার ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়।

ট্রাক মার্কার স্বতন্ত্র প্রাথী রেজাউল করিম রাসেল গাজীপুর মহানগরের সাবেক মেয়র আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে শনিবার সকাল থেকে উপজেলার ভান্নারা হাই স্কুল মাঠ,মধ্যপাড়া ইউনিয়ন পষিদ মাঠ,বোয়ালী ইউনিয়ন পরিষদ মাঠ,ফুলবাড়িয়া বাজার,চাপাইর ইউনিয়ন পরিষদ মাঠ,কালিয়াকৈর বাসটার্মিনাল,সুত্রাপুর বুদ্ধিরটেক ত্রিমোড়,দেওয়াইর বাজার,গোসাত্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়,বলিয়াদি বাজার ও সফিপুর বাজারে বিশাল গাড়ীবহরসহ পিকআপ ভ্যানে নারীকর্মী উঠিয়ে মিছিলসহ শোডাউন এর মাধ্যমে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন।

এছাড়া গণসংযোগের সময় বক্তারা বিভিন্ন অনুষ্ঠানে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের হেভিওয়েট প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হককে নিয়ে বিষোদগার করেন। এছাড়া জাহাঙ্গীরের সমর্থিত স্বতন্ত্র প্রাথী রেজাউল করিম রাসেলকে ট্রাক মার্কায় ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে তারা দুই ভাই একসাথে কালিয়াকৈর উপজেলার রাস্তাসহ বিভিন্ন উন্নয়ন করবেন বলে প্রতিশ্রতি দেন। শনিবার সকাল ১১ টার দিকে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে অনুষ্ঠিত একসভায় রেজাউল করিম রাসেলের উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাসেলকে নির্বিিচত করলে জনগণকে রাস্তা করে দেয়ার প্রতিশ্রæতি দেন। তিনি বলেন আপনারা আমার ভাই রাসেল কে ভোট দিয়ে পাশ করান আমি কথা দিলাম এই রাস্তার এক পাশ আমি করে দিব। অপর পাশ রাসেল কে দিয়ে করিয়ে নিবেন।এসময় তিনি এই আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি কে নিয়ে নানা বিষোদগার করেন। এরপর দুপুর ১২ টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়ন পরিষদ মাঠে উপস্থিত হয়ে একই প্রতিশ্রতি দেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেল। এসময় তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বরাত দিয়ে বলেন, যে ব্যক্তি গাজীপুরে ৮০০ কিলোমিটার রাস্তা করেছে সে চাইলে এখানেও তা পারবে। আপনারা একটি বার সুযোগ দেন। শুধু উন্নয়নের প্রতিশ্রতি নয় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে পিকাপভ্যানে নারীকর্মী উঠিয়ে মিছিলসহ বিশাল গাড়িবহর নিয়ে শোডাঊন করতে দেখা গেছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলকে। যা নির্বাচনী আচরণবিধি নীতিমালা ২০২৩ ইং অনুযায়ী লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেন দলীয় প্রতীক নৌকার সমর্থকরা। এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি জানান, এ ঘটনার ভিডিওসহ কেউ লিখিত অভিযোগ করলে তা পর্যবেক্ষণ করে ওই প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।