মাগুরা প্রতিনিধি।। মাগুরার শ্রীপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার দুপুরে সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বর্নালী রিয়ার সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা পারভীন জামান কল্লনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহিনা আক্তার ডেইলি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি দত্ত প্রমূখ।প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশের উন্নয়নের সে ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকের বিকল্প নেই। নৌকায় ভোট দিলে আমি জিতবো,মাননীয় প্রধানমন্ত্রী জিতবে,আওয়ামী লীগ জিতবে। মাগুরার আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ।সকলে মিলে নৌকাকে বিজয়ী করে মাগুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবো।