মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের মহিমানগর গ্রামে সেলিম মোল্লার বাড়ির পাশে পুকুরের ডুবা থেকে ভাসমান অবস্থায় বৃহস্পতিবার সকালে ওসমান ওরফে বাগান (১৮) নামের এক জনের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার পিতার মো. নুর ইসলাম বাড়ী ফরিদপুরের আলফাডাঙ্গার কাতলাশুর গ্রামে। সে নড়াইলের লোহাগাড়া উপজেলার মাকড়াইল গ্রামে নানা মৃত আব্দুল ওহাব মোল্লার বাড়িতে থাকতো। এবং বিভিন্ন স্থানে ঘুরে মানুষের কাছে সাহায্য তুলে জীবন চালাতেন।
ওসমানের লাশ উদ্ধারের সময় ওই এলাকার উৎসুক জনতা ভীড় জমাতে দেখা যায়। সংবাদ পেয়ে পুলিশের উর্দ্ধতন মহল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,, ওসমান ওরফে বাগান নামের এক শারীরিক প্রতিবন্ধীর লাশ উদ্ধার হয়েছে। এবং সে মৃগী রোগী ছিলেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।