মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে নহাটায় কমিউনিটি পুলিশিং এর আলোচনা সভা সম্পন্ন হয়েছে। জানাগেছে,,বুধবার রাতে উপজেলার নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের কক্ষে নহাটা ইউনিয়নের বিট পুলিশের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,জেলার সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল মোঃ মোস্তাফিজুর রহমান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম, নহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক লিটন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ,নহাটা ইউপির বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বৃন্দ কমিউনিটি পুলিশের সদস্য গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনার মধ্যে ছিল মাদক,বাল্যবিবাহ, মলমপার্টি, ইভটিজিং, সাম্প্রদায়িকতা, এলাকায় আধিপত্য বিস্তার মারামারি, চুরি, ডাকাতি, শারদীয় দূর্গা উৎসব সহ নানা বিষয় নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে।