etcnews
ঢাকাTuesday , 26 September 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কলাপাড়ায় চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার আসামী খাদিজার ৩ দিনের রিমান্ড মঞ্জুর

etcnews
September 26, 2023 1:01 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের চাঞ্চল্যকর সাইদুল হত্যা মামলার আসামী খাদিজা বেগম (২৭) কে তিন দিনের রিমান্ড দেয়া হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের এক রায়ে এ আদেশ দেয়া হয়। পরে আসামী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রামের নিজ বাড়িতে তিন সন্তানের জনক মো. সাইদুল সরদার (৩৫) দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে মৃত্যুবরন করেন। এ ঘটনায় তখন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় মৃতের ২য় স্ত্রী খাদিজা বেগমকে গ্রেফতার করেন কলাপাড়া থানা পুলিশ। পরে মামলাটি বিজ্ঞ আদালতে উঠলে তাকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
এবিষয়ে কলাপাড়া ওসি তদন্ত মো. মোস্তাফিজুর রহমান বলেন, আসামী খাদিজাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে থানা হেফাজতে আনা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।