মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে উপজেলা আওয়ামী যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের চেয়ারম্যানও সাধারণ সম্পাদকের নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রম কে গতিশীল ও শক্তিশালী করার লক্ষে
উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন এবং এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ড. শ্রী বীরেন শিকদার সংসদ সদস্য মাগুরা-২,সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী-যুবলীগের সভাপতি বিপ্লব রেজা বিকো। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী-যুবলীগের আহবায়ক ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান,জেলা আওয়ামী-যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাডঃ শাকিব হাসান তুহিন, আলী আহম্মেদ আহাদ, আশরাফ খাঁন,উপজেলা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ বেবী নাজনীন প্রমূখ। এসময় আওয়ামী যুবলীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।