কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে সমাজসেবার আয়োজনে সুদমুক্ত ক্ষুদ্রঋণের কর্মসূচি বাস্তবায়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে( ২৪ সেপ্টেম্বর) উপজেলা হলরুমে সমাজসেবার আয়োজনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সুদমুক্ত ক্ষুদ্রঋণ কর্মসূচির বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
এই সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
এ সময় উপস্থিত থেকে বক্তব্যদেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যবিকা জায়েদা নাসরিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা সারওয়ার হোসেন, সমাজসেবা অফিসারের সুপারভাইজার নাছির উদ্দিন, ইউনিয়নের সমাজকর্মী মুনছুর আহমেদ, আব্দুস সালাম, জয়নাল আবেদীন, ওয়াজ উদ্দিন, রোকেয়া আক্তার,সালমা আক্তার, সমাজসেবা কারিগরী প্রশিক্ষক চিনুরানী চক্রবর্তী, স্বপ্নরানী বর্মন প্রমুখ।