এ পথে চলতে
যদি থমকে দাঁড়াই
মনে রেখো
তোমায় স্মরণ করব।
যদি পথ হারাই
কাঙ্খিত স্থানে না পৌঁছাই
মনে রেখো
তোমায় স্মরণ করব।
যদি দেখানো স্বপ্ন
পুরণ না হয়
মনে রেখো
তোমায় স্মরণ করব।
যদি দৃষ্টি ফিরাও
সাড়া না দাও
মনে রেখো
তবু্ও স্মরণ করব।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।