মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ৭০০ গ্রাম গাজাঁসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। গ্রেফতারকৃত রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফুলখালী গ্রামের রুহুল আমিন শিকদার এর ছেলে মোঃ ছলেমান শিকদার । পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিক্তিতে ২২ আগস্ট শুক্রবার ঢাকা টু কলাপাড়া গামী জামাল-৮ লঞ্চে এসআই (নিঃ) মোঃ রেজাউল কবির এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, আমি মাদক এর সাথে কখনোই আপোষ করিনা।যে কেউ হোক মাদক এর সাথে জড়িত থাকলে তাকে কোন ভাবে ছাড় দেয়া হবেনা। আজ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।