etcnews
ঢাকাWednesday , 20 September 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহম্মদপুরে পুলিশের হাতে ৪ জুয়াড়ি আটক

etcnews
September 20, 2023 8:09 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে বালিদিয়া বাজার থেকে জুয়া খেলার সময়-৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
জানাগেছে,,গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ ওই বাজারে অভিযান পরিচালনা করে। এসময় শিহাব উদ্দিন (৪৫) পিং- মৃত ফুল মিয়া, সৈয়দ মানজারুল ইসলাম ( (৩০), পিং- সৈয়দ আশরাফ আলী, কাবুল মোল্লা(৩৬) পিং-মৃত ময়েন উদ্দিন মোল্লা, সর্ব সাং- বালিদিয়া মহম্মদপুর ও হাফিজুর (৪৬) পিং-হাবিবুর রহমান শালিখা উপজেলার পুলুম গ্রামের বাসিন্দা কে আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোস্তাফিজুর রহমান, এস আই নয়ন বিশ্বাস, এএস আই আমরুজ্জামান, এএস আই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিয়ান পরিচালনা করে এবং ৪ জুয়াড়ি আটক হয়। আটককৃত আসামীদের দখল হতে নগদ ৭ হাজার ২শত ৫০ টাকা ও ৫২টি তাস জব্দ করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।