etcnews
ঢাকাTuesday , 19 September 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

গাজীপুরে ওয়ার্ড যুবলীগের প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত

etcnews
September 19, 2023 7:14 pm
Link Copied!

তানজিলা ইসলামঃ যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার বলেন আওয়ামীলীগের নেতৃত্বাধীন বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশকে আরো গতিশীল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে চলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।এজন্য আওয়ামী যুবলীগকে আরো শক্তি শালী করতে নুতন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।আওয়ামীলীগের পাশাপাশি যুবলীগ দেশব্যাপী বিরোধী দলের ষড়যন্ত্র কে প্রতিহত সহ সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ হয়ে জোরালোভাবে কাজ করতে হবে।
গাজীপুর মহানগরে যুবলীগের প্রাথমিক সদস্য নবায়ন ও ফরম সংগ্রহ উপলক্ষে ওয়ার্ড যুবলীগের কর্মীসভার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকার সময় গাজীপুর মহানগরের ১৫ নং ওয়ার্ডের বাসন সড়ক প্যারাডাইস কমপ্লেক্সে ভবনের ২য় তলায় কর্মীসভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ১৫ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরের যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।
প্রধান অতিথি যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন। ১৫ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবলীগের সদস্য দেলোয়ার হোসেন, বাসন থানা যুবলীগ নেতা আ. হালিম মন্ডল, সাবেক সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন সরকার পাপেল ও সাবেক অর্থ সম্পাদক মো. বাবুল হোসেন, এবং মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।