etcnews
ঢাকাFriday , 15 September 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

আগৈলঝাড়ার গৈলা মডেল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

etcnews
September 15, 2023 3:43 pm
Link Copied!

জগদীশ মন্ডল, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের সহযোগী সংগঠনকে আরও সু-সংগঠিত করতে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র নিজের ইউনিয়ন ঐতিহ্যবাহী গৈলা মডেল ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গৈলা ইউনিয়ন শ্রমিক লীগের আয়োজনে শুক্রবার সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার।
গৈলা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. শামীম খান এর সভাপতিত্বে বিকেলে সম্মেলনে সাংগঠনিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া।
অন্যান্যদের মধ্যে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা জসীম সরদার, সবুজ আকন, হালিমুজ্জামান হালিম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, ছাত্র লীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত আসিফ তালুকদার সহ ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন, অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালন করেন লিটন আব্দুল্লাহ।
সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীদের কাছ থেকে তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়। পরে এ সকল জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পরামর্শ ও নির্দেশ ক্রমে কমিটি গঠন করে তা অনুমোদন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।