জগদীশ মন্ডল, আগৈলঝাড়া প্রতিনিধি, বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার। বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি দীপংকর হালদারের সভাপতিত্বে বৃহস্পতিবার বিকেলে সম্মেলনে সাংগঠনিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া। বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী মিঠু বক্তিয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
সম্মেলনে ইউনিয়ন শ্রমিক লীগের বিভিন্ন পদ প্রত্যাশী নেতা-কর্মীদের কাছ থেকে তাদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত গ্রহন করা হয়। পরে এ সকল জীবন বৃত্তান্ত যাচাই বাছাই করে বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর পরামর্শ ও নির্দেশ ক্রমে কমিটি গঠন করে তা অনুমোদন করা হবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দরা।