etcnews
ঢাকাThursday , 14 September 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

পারিবারিক ছাদ বাগান করে সফল কমল চক্রবর্তী

etcnews
September 14, 2023 6:01 pm
Link Copied!

বিশ্বজিৎ সিংহ রায়, (মাগুরা প্রতিনিধি): পারিবারিক সাদ বাগান করে সফলতা অর্জন করেছেন কমল চক্রবর্তী নামের এক ব্যক্তি। মাগুরা মহম্মদপুরে নহাটা বাজার পাড়ায় নিজের চেষ্টায় বাড়ির ছাদে তৈরি করেছেন দৃষ্টিনন্দিত এক পারিবারিক সাদ বাগান। তিন বছর ধরে সকাল ওবিকালে নিরলস পরিচর্যা করে বাড়ির দ্বিতীয় তলায় ছাদে,২১শ বর্গফুটের সাদ বাগানটি গড়ে তুলেছেন। পরিশ্রম মানুষের পরিবর্তন ঘটাতে পারে তারই এক অনন্য দৃষ্টান্ত কমল চক্রবর্তী।তার সাদ বাগান দেখে এলাকার অনেকেই এখন এ পদ্ধতিতে সাদ বাগান তৈরী করছেন।এবিযয়ে কমল চক্রবর্তী বলেন,,নিজের মনের স্বপ্ন ছিল একটি সাদ বাগান করার,তাই করেছি।
কীটনাশক মুক্ত ফল-সবজি তার সাদ বাগান থেকে উৎপাদন হচ্ছে। উৎপাদনকৃত ফল ও সবজি নিজের পরিবারের চাহিদা মিটিয়ে অবশিষ্ট টুকু প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন। মানবদেহের জন্য খুবই উপকারী বিশ মুক্ত ফল সবজি।
তিনি আরো বলেন, আসুন আমরাপ্রাকৃতিক বান্ধব সবজিও ফল খেয়ে নিজে বাঁচি এবংঅন্যকে বাঁচায়।
জৈব্য সার এবং প্রাকৃতিক বালাইনাশক ফল ও সবজি গাছে ব্যবহার করেন তিনি।বর্তমানে ছাদ বাগানে ড্রাগন ফল, করমোচা, মাল্টা, আঙ্গুর ফল, পেয়ারা, জামরুল, সবেদা, কুল বরই,চায়না লিচু, চেরি ফল,ব্ল্যাক ডায়মন্ড আম, গোপাল শাহী,কাটিমন ১২মাসী,রুপালি আমসহ-১৫ জাতের ফল রয়েছে।সবজির মধ্যে রয়েছে, পুঁইশাক, মুখিকচু, চায়নাকচু, বরবটি, ছিম,ঢেঁরস, মুলো,বেগুন বিভিন্ন প্রকার, কাগজি লেবু,সীডলেস লেবু,বোম্বাই মরিচ,সিটি মরিচ,কালো মরিচ, অলংকার মরিচ ইত্যাদি। ফুল রয়েছে, গোলাপ,নয়নতারা, টাইমফুল,লাল,সাদা,হলুদ গোলাপী,রক্তজবা,সন্ধ্যামালতী কলাবতিফুল, চন্দ্রমল্লিকা,গাঁধা,বকফুল সহ নানা রকম ফুল রয়েছে।
এছাড়া ঔষধি গাছের মধ্যে রয়েছে ঘৃতকুমারী, তুলসী, পাথরকুচি, নিশিন্দা , কালো মেঘ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।