কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: “মাদককে না বলুন, খেলাধুলাকে হ্যা বলুন” এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। লালুয়া ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম (রিজু) বিশ্বাস’র নামে স্থানীয় যুব সমাজ এ টুর্নামেন্টের আয়োজন করেন। অত্যান্ত জনপ্রীয়তার সাথে প্রথম রাউন্ড শেষ করে কোয়ার্টার ফাইনালের খেলা এখন চলমান রয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) বিকেল ৪ টায় মহল্লাপাড়া আবাসনের চারিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ডের পশরবুনিয়া একাদশ ও ৮ নং ওয়ার্ড একাদশের মধ্যকার কোয়ার্টার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ন আজকের ম্যাচের পুরো খেলার ৯০ মিনিট পর্যন্ত দুই দলই শুন্য-শুন্য গোলে অপরাজিত থাকে। শেষ পর্যন্ত খেলাটি ট্রাইবেকারে পৌঁছালে ২ গোলের ব্যবধানে ৮ নং ওয়ার্ড একাদশ তাদের বিজয়ী ছিনিয়ে নেন। আগামী মঙ্গলবার থেকে এই টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তবে, আবহাওয়া ও পারিপাশ্বিক দিক বিবেচনায় যে কোন সময় খেলার স্থান ও সময় পরিবর্তন হতে পারে বলে আয়োজক কমিটির নিকট থেকে জানা যায়।