মাগুরা প্রতিনিধি মাগুরা মহম্মদপুরে তল্লাবাড়ীয়া জামে মসজিদের সামনে সড়ক দুর্ঘটনায় সোহাগ মোল্লা (৩৪) নামের এক ভাংগাড়ি ব্যবসায়ী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে ও সীমানা প্রাচীরে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সে বিনোদপুর ইউনিয়নের মেক্সিমাইল গ্রামের রসুল মোল্লার ছেলে। মৃত সোহাগ চরপাড়া বাজারে ভাংড়ির ব্যবসা করতেন।
ঘটনার দিন সোহাগ মোল্লা মোটরসাইকেল নিয়ে বিনোদপুরের দিক থেকে বাড়ির দিকে যাওয়ার পথে তল্লাবাডীয়া জামে মসজিদের সামনে রাস্তায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ওই বৃদ্ধকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে বলে জানাগেছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ পরিদর্শক মো. বোরহান উল ইসলাম জানান, সোহাগ মোল্লা নামের এক ভাংড়ি ব্যবসায়ী মোটরসাইকেল চালক সড়কে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।