etcnews
ঢাকাMonday , 24 July 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

etcnews
July 24, 2023 9:21 am
Link Copied!

বরিশাল প্রতিনিধি : বরিশাল দক্ষিণাঞ্চলের একমাত্র শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার দ্বিগুনেরও বেশী ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। যার ফলে অনেকটা চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা।
গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালেই ভর্তি হয়েছেন ৮৮ জন। এছাড়া জেলার অন্যান্য হাসপাতালে ৩৭, পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলায় ৪৭, ভোলায় ৩৩, পিরোজপুরে ৫০, বরগুনায় ১৭ ও ঝালকাঠিতে ১৩ জন ভর্তি হয়েছেন। বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ১৫৭ জন আর ছাড়পত্র নিয়েছে ২ হাজার ৪৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, মানুষ সচেতন না হলে আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। ডেঙ্গু নিরোধে সচেতনতাই প্রধান কাজ। আর বিভাগের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া আছে যেন ডেঙ্গু রোগীদের অতি গুরুত্ব দিয়ে দেখা হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। বর্তমানে আমাদের হাসপাতালে ২০৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। জনবলসহ নানান সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।